উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : আল আমিন চৌধুরী

সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য পদপ্রার্থী আল-আমিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশে যে উন্নয়নের বিপ্লব ঘটিয়েছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিন।

বুধবার (৩ জানুয়ারি) শাল্লা উপজেলার শাহীদ আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে অসামান্য উন্নয়ন হয়েছে। সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হয়েছে। দেশে মেট্রোরেল চালু হয়েছে। উন্নত যোগাযোগ হিসেবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হয়েছে। ইতিমধ্যেই দিরাই-শাল্লা মহাসড়কের কাজ শুরু হয়েছে। শাল্লা টু জলসুখা আঞ্চলিক মহাসড়কের কাজও চলমান রয়েছে। হাওরাঞ্চলকে উন্নত করতে এরকম আরও অনেক প্রকল্প নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

আল আমিন চৌধুরী বলেন, দেশে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বড় বড় ভবন হচ্ছে। বই উৎসব পালন হচ্ছে। স্কুলের ক্লাসরুমে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এসব ধরে রাখতে হলে নৌকা মার্কায় ভোট দেওয়ার বিকল্প নেই।

বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রামানন্দ দাসের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনাসিন্ধু চৌধুরী বাবুল, সহ-সভাপতি এ্যাড. নজরুল ইসলাম সেপু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আজাদুল ইসলাম রতন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোশাররফ মিয়া, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অমিতা রানী দাশ, জেলা যুবলীগের সদস্য ও শাল্লা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারময়ান এ্যাড. দিপু রঞ্জন দাস, দিরাই উপজেলা পরিষদের সদ্য সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যাড. রিপা সিনহা, শাল্লা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২নং হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান জামান চৌধুরী ফুল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সুয়েব চৌধুরী, ৩নং বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, যুবলীগ নেতা ফেনী ভূষণ সরকার, ৩নং বাহাড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি পিযুজ কান্তি দাস, ১নং আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন আল কাউসার, সাবেক ছাত্রলীগ নেতা এ্যাড. অসিত চন্দ্র দাস, যুবলীগ নেতা সুব্রত দাস, এমসি কলেজ ছাত্রলীগ নেতা টেলেন্ট কান্তি দাস, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সদস্য পলাশ সরকার পল্টু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পলাশ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সন্দীপ সরকার সন্দীপ প্রমুখ।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।