ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে সারা দেশের মতো সিলেটেও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
আজ শুক্রবার (১ জুলাই) সকাল ৮টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে সিলেট রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ। ঈদ যাত্রা উপলক্ষে টানা ৫দিন চলবে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম।
বিষয়টি নিশ্চিত করেছেন, রেলওয়ে সিলেট স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম।
তিনি জানান, ঈদযাত্রা উপলক্ষে সকাল ৮টায় সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ (১ জুলাই) প্রথম দিন আগামী ৫ জুলাইয়ের টিকিট বিক্রি হয়েছে। আগামীকাল (২ জুলাই) ৬ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে। এভাবে ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত টানা ৫দিন চলবে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম।
ট্রেনের সিটের চাহিদা অনুযায়ী ৫০ শতাংশ টিকিট রেলস্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে বলে জানান তিনি।
এদিকে শুক্রবার (১ জুলাই) সকাল ৮টায় কমলাপুরসহ রাজধানীর ৬টি ও জয়দেবপুর রেলস্টেশনের কাউন্টার, ওয়েবসাইট এবং রেল সেবা (অথরাইজড) অ্যাপে একযোগ টিকিট বিক্রি শুরু হয়।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, এবার রাজধানী থেকে প্রতিদিনের জন্য ২৬ হাজার ৭১৩টি আসনের টিকিট বিক্রি করা হবে। এসব টিকিটের ৫০ শতাংশ রেলস্টেশনের কাউন্টারে এবং ৫০ শতাংশ অনলাইনে বিক্রি করা হবে।