আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইসির নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহের জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া সুনামগঞ্জের জেলা প্রশাসককে ময়মনসিংহে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
শনিবার (২ ডিসেম্বর) ইসির জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ভাস্কর দেবনাথ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে জানান, কমিশন নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত হয়েছে। কারণ আমরা না চাইলে এখন কোনো বদলি হবে না। এছাড়া ময়মনসিংহের ডিসির প্রত্যাহার চেয়েছিলাম আমরা।
প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে বদলি করে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট করা হয়েছে। এছাড়া সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উপ-সচিব রাশেদ ইকবাল চৌধুরীকে।
এর আগে গত বৃহস্পতিবার সকল থানার ওসি ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)- কে বদলি করার নির্দেশনা দিয়ে পত্র পাঠায় ইসি।