নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) প্রধান বিরোধী দল জাতীয় পার্টির আস্থা নেই বলে জানিয়েছেন পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক।
রোববার (৩১ জুলাই) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে এ মন্তব্য করেছেন তিনি।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সকালে ইসির সংলাপে অংশ নেয়।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
সংলাপে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইভিএম ব্যবহারের ঘোর বিরোধিতা করেছে জাতীয় পার্টি।
জাপা মহাসচিব মুজিবুল হক সিইসিকে বলেন, ইভিএমে আমাদের আস্থা নেই। ব্যক্তিগতভাবে আমারও এতে কোনো আস্থা নেই। মানুষ মনে করে, ইভিএমে ভোট পাল্টে দেওয়া হলে কিছু করার নেই। কারণ, ফল রিচেক (পুনর্মূল্যায়ন) করা যায় না।
জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের দায়িত্বে থাকা দলটি মনে করে, ভোটের আগের রাতে কেন্দ্রে ব্যালট পেপার পাঠালে কারচুপি হয়।
কারচুপি ঠেকাতে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর দাবি জানিয়েছে দলটি।
এ বিষয়ে ইসিকে মজিবুল হক বলেন, ‘রাতে কিন্তু কাজটা (ভোট দেওয়া) হয়। হয় মানে কী, আমরাই করাইছি, কী বলব, এটা হয়।’
জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু ছাড়াও পার্টির কো-চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ও সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, ফখরুল ইমাম, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূইয়া, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূইয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু অংশ নেন সংলাপে।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ১৭ জুলাই থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপে আওয়ামী লীগ, বিএনপিসহ ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ধারাবাহিক সংলাপের শেষ দিন আজ।