ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রায় ২০ জনের প্রাণহানি ঘটেছে। এতে আরও অন্তত ৩০০ জন আহত হয়েছে।
ইন্দোনেশিয়া সরকারের তরফ থেকে এই কম্পনের খবর দিতে গিয়ে বলা হয়েছে, সোমবার (২১ নভেম্বর) বেলা দেড়টা নাগাদ তীব্র কম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬। কম্পন স্থায়ী ছিল বেশ কিছুক্ষণ।
কম্পনের পরে বেশ কয়েকবার শক্তিশালী আফটারশকে কেঁপে ওঠে মাটি। ভেঙে পড়তে শুরু করে ঘর-বাড়ি। আতঙ্কে মানুষ বাইরে বেরিয়ে আসেন। কম্পনের কেন্দ্রস্থল ছিল সিয়াঞ্জুরের ১০ কিলোমিটার গভীরে। কম্পনের তীব্রতা কেঁপে ওঠে লেমব্যাং, বানদুং-সহ একাধিক অঞ্চল।