ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দশদিন আগে বিরোধী দলের প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) এক প্রচারণা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট গুইলারমো লাসো। তবে হত্যাকারীকে কোনো ছাড় দেয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
আগামী ২০ আগস্ট দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরমাত্র ১০ দিন আগে এক প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। এবারের নির্বাচনে ফার্নান্দোসহ মোট ৮ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।
জানা গেছে, ৫৯ বছর বয়সী প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো দেশটির একজন সাবেক আইনপ্রণেতা ছিলেন। তিনি রাজধানী কুইতোতে রাজনৈতিক সমাবেশ শেষ করার পরই গুলিতে প্রাণ হারান। ওই হামলায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
সিলেট ভয়েস/এএইচএম