আশ্রয়কেন্দ্রে ঈদ করলেন সুনামগঞ্জের ৭ উপজেলার মানুষ

সারাদেশের মতো সুনামগঞ্জেও পালিত হলো পবিত্র ঈদুল আজহা। রোববার (১০ জুলাই) সকালে সুনামগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদের ঈদগাহ ময়দানে প্রথম ঈদের জামাতের মধ্য দিয়ে শুরু হয় ঈদুল আজহার আনুষ্ঠানিকতা। ঈদুল আজহার নামাজ শেষে সামর্থবানরা পশু কোরবানি করেন।

এদিকে সুনামগঞ্জে ১৩ লক্ষাধিক মানুষের মধ্যে ঈদ যেন বাড়তি কষ্ট নিয়ে এসেছে। নদ-নদীর পানি কমলেও ঘর-বাড়ি বানের পানিতে ভেসে যাওয়ায় এবং ঘর-বাড়িতে এখনও কাদা থাকায় সুনামগঞ্জের সাতটি উপজেলা সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জগন্নাথপুর, দিরাই ও শাল্লা উপজেলার ৭ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে ঈদ করেছেন।

আশ্রয়কেন্দ্রে থাকা মানুষজন জানান, বানের পানিতে তাদের ঘর-বাড়ি ভেসে গেছে। সেজন্য আশ্রয়কেন্দ্রেই তাদের ঈদ করতে হলো।

সুনামগঞ্জ জেলার ত্রাণ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সুনামগঞ্জের সাতটি উপজেলার সাত হাজার মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে রয়েছেন। তারা যাতে সুন্দরভাবে ঈদ করতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।