তাফসীর অনুষ্ঠিত হবে আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারী, সফল করতে সভাপতির আহ্বান

আলিয়া মাঠে ৩দিন ব্যাপী তাফসীরুল মাহফিল সফলে আনজুমানে খেদমতে কুরআনের প্রস্তুতি সভা

দীর্ঘ এক যুগেরও বেশী সময় পর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আনজুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল। এ নিয়ে আজ বৃহস্পতিবার একটি প্রস্তুতি সভাও করেছে সংগঠনঠি।

আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারী ২০২৫ সনে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মাহফিলটি অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাফসীর পেশ করবেন মাওলানা সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী। প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববরণ্যে ইসলামিক স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারী।

মাহফিলে তাফসীর পেশ করবেন পীরজাদা মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুফতি আমীর হামজা, মাওলানা সাদিকুর রহমান আজহারী ও মাওলানা আব্দুল্লাহ আল আমীন। এছাড়াও মাহফিলে সিলেট বিভাগের বরণ্যে মুফাসসিরগণ তাফসীর পেশ করবেন।

এদিকে, আলিয়া মাদ্রাসা মাঠের তাফসীরুল কুরআন মাহফিল সফলের লক্ষ্যে আনজুমানে খেদমতে কুরআনের উদ্যোগে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। বুধবার (৪ ডিসেম্বর) রাতে নগরীর কুদরত উল্লাহ মার্কেটস্থ আনজুমান কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক সৈয়দ মোহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মিফতাহুদ্দীন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আনজুমানের পৃষ্টপোষক মুহাম্মদ ফখরুল ইসলাম, সহ-সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-ঊন-নূর, সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন, আনজুমানের উপদেষ্টা ড. নূরুল ইসলাম বাবুল, মোহাম্মদ শাহজাহান আলী ও জাহেদুর রহমান চৌধুরী প্রমুখ।

প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক সৈয়দ মোহাম্মদ একরামুল হক তিন দিন ব্যাপী এই মাহফিলকে সফল করতে ধর্মপ্রাণ সিলেটবাসীর উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।