চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে (২৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা শহরের মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। ইমরান হোসেন আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার একটি পক্ষের সঙ্গে ইমরানের পূর্ববিরোধ ছিল। বিরোধের জেরে আজ সকালে তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ওই পক্ষের লোকজন। দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
স্বজনরা বলছেন, চার মাস আগে গ্রামের কয়েকজনের সঙ্গে ইমরানের দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বের জের ধরেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু জানান, ইমরান স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে একনিষ্ঠভাবে জড়িত ছিলেন। যারা রাজনীতির নামে অপকর্ম করে থাকে তাদের হাতেই তার প্রাণ গেলো। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যার কারণ বের করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে ইমরানকে হত্যা করা হয়েছে। অভিযুক্তদের আটকে কাজ শুরু করেছে পুলিশ।