ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে সহায়তা পাঠানোর কথা বিবেচনা করছে জাপানা। দেশটির সরকারের এক মুখপাত্র বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।
জাপানের মন্ত্রিসভার ডেপুটি চিফ সেক্রেটারি সেইজি কিহারা এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, স্থানীয় চাহিদাগুলো বুঝতে পরিস্থিতি মূল্যায়ন করছে সরকার। পাশাপাশি ‘তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদানের’ পদক্ষেপ সমন্বয় চলছে বলেও জানান তিনি।
গত বুধবার ভোরে আফগানিস্তানের দক্ষিণপশ্চিম অঞ্চলে আঘাত হানে ৬.১ মাত্রার ভূমিকম্প। এর কম্পন টের পাওয়া যায় পাকিস্তান ও ভারতেও। এই ভূমিকম্পে আফগানিস্তানের এক হাজারের বেশি মানুষ নিহত এবং আরও দেড় হাজারের বেশি আহত হয়েছে। আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে দেশটির শাসকগোষ্ঠী তালেবান।
তবে নারী অধিকার খর্ব ও কঠোর ইসলামি আইন জারি করা নিয়ে তালেবানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের অবিশ্বাস রয়েছে। ফলে গত বছরের আগস্টে ক্ষমতায় ফেরার পরও এখন পর্যন্ত আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি তালেবান। এরই মধ্যে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে ইসলামি গোষ্ঠীটি।
সূত্র: রয়টার্স