আপাতত বন্যার কোনো ঝুঁকি নেই

দেশের প্রধান নদ-নদীর অববাহিকায় আগামী পাঁচ দিন বন্যার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

নদ-নদীর অবস্থায় বলা হয়েছে, দেশের সকল প্রধান নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

পাউবো জানায়, ১০৯টি পর্যবেক্ষণাধীন পানি সমতলের মধ্যে বৃদ্ধি পেয়েছে মাত্র ২২টি স্টেশনের আর হ্রাস পেয়েছে ৮০টির। এছাড়া অপরিবর্তিত রয়েছে ৩টি স্টেশন।