চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণমিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের প্রতিবাদ ও ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট কেন্দ্রেীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) বেলা দেড়টা থেকে দিকে শহীদ মিনার এলাকায় জড়ো হতে শুরু করে শিক্ষার্থীরা।
আজকের কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও অবস্থান করতে দেখা গেছে। বিকেল তিনটায় শহীদ মিনার ছেড়ে চৌহাট্টা পয়েন্টে এসে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। এতে নগরীর জিন্দাবাজার-আম্বরখানা ও রিকাবীবাজার-নয়াসড়ক সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এদিকে, আন্দোনকারীদের ঠেকাতে নগরীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ। এর আগে দুপুর থেকে বিভিন্ন সড়কে মহড়া দিতে দেখা গেছে। এছাড়াও শিক্ষার্থীদের ঘিরে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কঠোর অবস্থানে।
এ অবস্থায় থমথমে পরিসিস্থিতি বিরাজ করছে চৌহাট্টা এলাকায়। বড় ধরণের সংঘাত-সহিংসতার আশঙ্কা বিরাজ করছে।
এর আগে গতকাল ৯ দফা দাবি কর্মসূচির অংশ হিসেবে ছাত্রজনতার মিছিলে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে হামলা ও বাধা দেওয়ার অভিযোগ এসেছে। প্রাণহানির ঘটনাও ঘটেছে। গণমিছিলে হামলার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল এবং রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।
কর্মসূচি বাস্তবায়নে শনিবার দুপুর দেড়টার দিকে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। সময় বাড়ার সাথে সাথে বাড়তে থাকে শিক্ষার্থীদের সংখ্যাও। বিকেল তিনটার দিকে তারা চৌহাট্টা পয়েন্ট দখল করে অ।বস্থান নেয়। এসময় হাজারো আন্দোলনকারীর স্লোগানে মুখরিত হয়ে ওঠে সিলেট। শিক্ষার্থীদের সাথে অভিভাবক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিমনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করতে পারছেন। পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করছেন। আশা করি তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে শেষ হবে।