আন্তঃ মণিপুরি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কমলগঞ্জ নাহারোল ক্লাব

বাংলাদেশ আন্তঃ মণিপুরি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কমলগঞ্জ নাহারোল ক্লাব। টুর্নামেন্টে রানার আপ হয়েছে পাথারি এক্সপ্রেস বড়লেখা দল।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ৪-১ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় দলটি। সিলেট নগরের মেন্দিবাগ এলাকার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মণিপুরি স্পোটর্স অ্যাসোসিয়েশনের আয়োজনে বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সংগঠনের সভাপতি অজয় সিংহের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক অভিষেক সিংহ। অনুষ্ঠানে নোমান আহমদ ও রেজাউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি বিজিত চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, নগর যুবলীগের সভাপতি আলম খান, ডুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি বিনয় ব্যানার্জি।

আয়োজকরা জানান, সিলেটের বিভিন্ন এলাকার মণিপুরি খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টে ৮টি দল অংশ নেয়। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করে সিলেটের ফ্যাশন ব্র্যান্ড মাহা।

আয়োজকরা প্রতিবছর এ টুর্নামেন্ট আয়োজনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।