আজকের সোনামণিরাই স্মার্ট বাংলাদেশের কর্ণধার : এমপি হাবিব

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, আজকের সোনামণিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কর্ণধার হয়ে গড়ে উঠবে। তাই তাদেরকে আধুনিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষক, অভিবাবক এবং আমাদের সকলকেই আন্তরিকভাবে কাজ করতে হবে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সকালে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন পরিষদ মাঠে ১৭তম হাজী মোহাম্মদ আছাব আলী প্রাথমিক বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান ও উচ্ছ্বাস স্বারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট-৩ আসনকে একটি বাসযোগ্য নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে চান উল্লেখ করে এমপি হাবিব আরো বলেন, আমার স্বপ্ন হলো এই জনপদের মানুষ একটি শান্তিপূর্ণ সকল সুযোগ-সুবিধা প্রবণ এলাকা হিসেবে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা পাবেন।

তিনি বলেন, আমি যা করি তা কাজে বাস্তবায়ন করে থাকি। এটাই আমার নীতি এবং আদর্শ। টেকসই উন্নয়ন আর বাস্তবসম্মত কাজ করতে চাই। এজন্য সকল মহলের সহযোগিতা প্রয়োজন।

হাজী মোহাম্মদ আছাব আলী প্রাথমিক বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি এবং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদের সভাপতিত্বে এবং পরিচালনা কমিটির সচিব সাংবাদিক খালেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক, সিলেট মিলেনিয়াম এর স্বত্তাধিকারী এবং বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকে‘র সহসভাপতি হোসেন আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে‘র সভাপতি কামাল আহমদ, দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউকের সভাপতি শাহজাহান শিকদার, জালালপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেলী কর, যুক্তরাজ্যের ওয়েলস সিটির সাবেক কাউন্সিলর মোহাম্মদ সুলতান, বৃত্তি পরীক্ষার অন্যতম পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী আলী আহমদ, জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে‘র সহ সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ ও সাংগঠনিক সম্পাদক হাসান আল ইসলাম রাজন।

বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য মোক্তার আহমদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পরিচালনা কমিটির সহসভাপতি এম এ শহীদ পংকি, বিশিষ্ট মুরব্বী সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুর রহমান শাহিন, বিশিষ্ট সমাজসেবক বদরুল ইসলাম জয়দু, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আব্দুল মালিক, উপজেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাবলু, সদস্য সালেহ আহমদ শাহীন, বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সলমান চৌধুরী পারভেজ, জালালপুর জালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা ইমদাদুর রহমান খান, জালালপুর প্রভাতী শিশু বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুল হাসান ইব্রাহিম, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী প্রীতম নাথ প্রমুখ।