আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান পররাষ্ট্রমন্ত্রীর

দেশব্যাপী আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহবান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

দুপুরে সিলেট-তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্প, প্যাকেজ -২ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন আহবান জানান।

এসময় বিএনপির প্রতি ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অংগ্নিসন্ত্রাসকারী কুলাঙ্গারগুলোকে দল থেকে বের করে দিতে হবে। শুনেছি তারা লোক ভাড়া করে এনে আগুন সন্ত্রাস করে। আমরা আগুন সন্ত্রাসকে বরদাস্ত করবো না।

দেসবাসির উদ্দেশ্যে তিনি বলেন, যে যেখানে পারেন আগুন সন্ত্রাসিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। তাদের ধরে পুলিশে সোপর্দ করেন।

এসময় বিএনপিকে অগ্নিসংযোগ ও জানমালের ক্ষয়ক্ষতির সাথে সংশ্লিষ্টদের আইনের হাতে তুলে দিয়ে জাতির কাছে নি:শর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে সকালে সিলেট নগরীর আম্বরখানায় মেগা শপ ইউনিমার্ট কমপ্লেক্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জো বাইডেনের কথিত ভুয়া উপদেষ্টা সম্পর্কে আমেরিকা বলেছে ঐ লোক তাদের কেউ না। আমেরিকা তাদের আইনে হয়তো তার বিচার করবে, দেশের আইনেও তার বিচার হবে।

তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে; ২৮ তারিখ শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে, তারা পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, বিচারকের বাসায় হামলা ও হাসপাতালে আগুন দিয়েছে।

এসময় তিনি বিএনপির নেতাদের প্রতি, মিথ্যাচারের পথ ছেড়ে নির্বাচনে আসার আহবান জানান।