আইডিইবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি’র সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে আইডিইবি নেতৃবৃন্দ ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-শিক্ষক জেনিক সদস্য প্রকৌশলীদের সাথে এক মতবিনিময় সভা রোববার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি’র সিলেট জেলা শাখার সভাপতি মো. নজরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন, আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মাহমুদুর রশীদ মসরুর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মো. রেহান মিয়া, অর্থ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সহ-জনসংযোগ ও প্রচার সম্পাদক আরিফুল ইসলাম শিমুল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আহসান কবির, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ সিলেট শাখার সভাপতি মো. এ কিউ এ জোবায়ের ও আইডিইবি’র সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রফিক উদ্দীন আহমেদ।

আবু সালেহ নোমান ও ইশরাত জাহান মীমের যৌথ উপস্থাপনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কাওছার আহমদ। গীতা পাঠ করেন পপি রানী দাশ। স্বাগত বক্তব্য দেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর (মেকানিক্যাল) সালাউদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, আইডিইবি সিলেট জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ইনচার্জ মো. ইকবাল হোসেন চৌধুরী প্রমুখ।

মতবিনিময় সভায় আইডিইবি’র সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে আইডিইবি নেতৃবৃন্দ ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র-শিক্ষক জেনিক সদস্য প্রকৌশলীদের সাথে ব্যাপক আলোচনা করা হয়।