প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করেছে আইএফআইসি ব্যাংক লালদিঘীরপাঁড়, সিলেট শাখা।
সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় ও সিলেট কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে বুধবার ( ১৮ ডিসেম্বর) ‘জাতীয় প্রবাসী মেলা-২০২৪’ শীর্ষক মেলায় অংশগ্রহণ করে ব্যাংকটি। মেলায় সঠিক নিয়ম মেনে এবং প্রষক্ষণ গ্রহণ করে আগ্রহীদের বিদেশে যাওয়ার আহ্বান করা হয়।অভিবাসন প্রত্যাশী ও প্রবাসে যেতে আগ্রহী কর্মীদের সঠিক ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর সহজ প্রক্রিয়া সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
উল্লেখ্য, প্রবাসীরা আইএফআইসি ব্যাংকের দেশব্যাপী ছড়িয়ে থাকা ১৪০০এর অধিক শাখা-উপশাখার মাধ্যমে বিদেশ থেকে দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন।