আওয়ামী লীগের তৈরি, বিচারপতি খায়রুল হকের তৈরি করা সংবিধানের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ ঢাকার আবদুল্লাহপুরে পদযাত্রা শুরুর আগে সমাবেশে তিনি এ কথা বলেন।
গতকাল মঙ্গলবার ঢাকায় আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ শোভাযাত্রায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবিধানের অধীনেই নির্বাচন হবে বলে বক্তব্য দিয়েছিলেন। আজ পদযাত্রার আগে সমাবেশ থেকে সেই বক্তব্যের জবাব দেন বিএনপি নেতা মির্জা আব্বাস।
বিএনপির এই নেতা বলেন, ‘আমি দেখলাম, কাদের সাহেব (ওবায়দুল কাদের) বলেছেন, সংবিধানের বাইরে আপনারা একচুলও সরবেন না। খুব ভালো কথা। আপনার কথায় আপনি স্থির থাকেন। আমরাও বলি, সংবিধানের বাইরে আমরাও এক পা-ও যাব না। সবার লক্ষ্য সংবিধান। খায়রুল হকের (এ বি এম খায়রুল হক) সংবিধান না, বাংলাদেশের সংবিধান।’
মির্জা আব্বাস আরও বলেন, ‘আমরা চাই অখণ্ড সংবিধান। যে সংবিধান থেকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে, ওই সংবিধান আমরা চাই না। বাংলাদেশের জনগণ যে সংবিধান তৈরি করেছিল, সেই সংবিধানের অধীনে আমরা নির্বাচনে যাব। আপনাদের তৈরি, খায়রুল হকের তৈরি করা ওই সংবিধানের অধীনে আমরা নির্বাচনে যাব না।’
আজ বুধবার সকালে রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরের পলওয়েল মার্কেটের সামনে এক পদযাত্রার আগে সমাবেশ করে বিএনপি।
সিলেট ভয়েস/এএইচএম