বিশ্বকাপের চলতি আসরে নিজেদের সপ্তম ম্যাচেও ব্যাটিং ব্যর্থতা অব্যাহত রেখেছে বাংলাদেশ দল। এবার পাকিস্তানের বিরুদ্ধে অল আউট হয়েছে মাত্র ২০৪ রানে। এর মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র চার ব্যাটার।
মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেনে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ৩১তম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ।
টস জিতে ব্যাটিংয়ে নেমে কোনো রান করার আগেই আউট হন তানজিদ তামিম। নাজমুল হোসেন শান্ত ফিরে যান ৪ রান করে। ৬ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ২৩ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন মুশফিকুর রহিম। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।
দলের এমন কঠিন বিপর্যয়ে হাল ধরেন ওপেনার লিটন কুমার দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ। চতুর্থ উইকেটে ৮৯ বলে ৭৯ রানের জুটি গড়েন তারা। ২০.৫ ওভারে দলীয় ১০২ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস। তার আগে ৬৪ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৫ রান করেন লিটন।
এরপর অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে ৫৯ বলে ২৮ রানের জুটি গড়ে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাজঘরে ফেরার আগে ৭০ বলে ৫৬ রান করেন দলের সবচেয়ে সিনিয়র এই ক্রিকেটার। দলীয় সংগ্রহ তখন ১৩০, উইকেট বাকি ৫ টি। ক্রিজে আসেন তাওহীদ হৃদয়। তবে আবারও হতাশ করলেন এই উঠতি সেনসেশন। ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হলেন যখন দলের রান মাত্র ১৪০। এরপর সাকিব-মিরাজ কিছুক্ষণ চেষ্টা করেছিলেন। পাকিস্তানি লেগ স্পিনার উসামার বলে পর পর তিনটি বাউন্ডারি হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন সাকিব।
তবে ৪০ তম ওভারের তৃতীয় বলে হারিস রউফের গতির কাছে হার মানেন বাংলাদেশের অধিনায়ক। দলীয় ১৮৫ রানের মাথায় ব্যক্তিগত ৪৩ রানে ফিরে যান তিনি। এরপরের ১৯ রান যোগ করতে একে একে ফেরেন মিরাজ (২৫), তাসকিন (৬) ও মোস্তাফিজ (৩)। বাংলাদেশ থামে ২০৪ রানে।
পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি আর মোহাম্মদ ওয়াসিম নিয়েছেন ৩ টি করে উইকেট। আর হারিস রউফ নিয়েছেন ২ উইকেট।