অবাঞ্চিত ঘোষণার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন ছাত্রনেতা ইমন দ্দোজার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জে নেতৃত্ব দেয়া ইমন দ্দোজাকে অবাঞ্চিত ঘোষণার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন তিনি নিজে। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের একটি বেসরকারি অফিসে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে উসমান গণি নামে ব্যক্তির করা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

সংবাদ সম্মেলনে ইমন দ্দোজা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সংবাদ সম্মেলন করে আমাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। তারা যে আমাকে অবাঞ্চিত ঘোষণা করল এই এখতিয়ার তাদেরকে কে দিল?’
তিনি বলেন, ‘অবাঞ্চিত করলে সিলেট সমন্বয়ক কমিটি বা কেন্দ্রীয় কমিটি করবে। তারা কীভাবে করল? এছাড়া অভিযোগের বিপরীতে একটি প্রমাণও তারা দেখাতে পারেনি। আমার মনে হয় তাদের ভিন্ন কোন উদ্দেশ্যে আছে তাই তারা এমন কাজ করছে। তাদের মূল উদ্দেশ্য হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করা।’

তিনি আরও বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, আজ যারা সংবাদ সম্মেলন করে আমাকে অবাঞ্চিত করেছে, তাদের আলাদা একটা রাজনৈতিক ব্যানার আছে। তারা সেই সংগঠনের কর্মী। আমাদের সাথের সবার একটাই ব্যানার বৈষম্যবিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থী। বন্যার সময় উত্তোলিত প্রায় ৩ লক্ষ টাকা বিতরণের কোন হিসেব উসমান এখনো দেয়নি। এরকম অসংখ্য অভিযোগ প্রমাণ সহকারে আগামীতে নিয়ে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে জানানো হবে। তাদের এই কর্মকাণ্ডে আমি আমার পরিবারের মানহানি হয়েছে। তাই আগামী ২৪ ঘন্টার ভিতরে আমার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ না করতে পারলে আইনী ব্যবস্থা নিব বলেও বলেন ইমন।

এসময় উপস্থিত ছিলেন- ছাত্রনেতা মেহেদী হাসান সাকিব, শফিকুল ইসলাম, জিহান জোবায়ের, জাকি, নাজমুল, শাওন, জ্যোতি, ইমরান, রাব্বি, রাহি ও রাতুল।