অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার আলোচনা সভা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা (অসকস) সিলেটের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) নগরীর দরগা গেইটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, সশস্ত্র বাহিনী দিবস বাংলাদেশের জন্য একটি গৌরবের দিন। দিবসটি দেশপ্রেম ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যরাও দিবসটি নিয়ে গর্ববোধ করেন।

অসকস সিলেটের সভাপতি সার্জেন্ট (অব) মো. আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব) মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ গ্রহন করেন বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, জামায়াতে ইসলামীর সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম আলো, সমাজসেবী মো. নূরুল হক, অব. পেটি অফিসার এনামুল হক প্রমুখ।

অনষ্ঠানে অসকস সাংগঠনিক সম্পাদক কর্পোরাল (অব) মো. মুর্শেদ আলম জানান, এটি তাদের অরাজনৈতিক সংগঠনের প্রথম সশস্ত্র বাহিনী দিবস পালন। অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের কল্যাণে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে।

‘সকলের তরে সকলেই আমরা, সর্বত্রই দেশের তরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অসকস’র কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।