হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সাতছড়ি ত্রিপুড়া পল্লী ব্রিজের অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (১৮ মার্চ) বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম ও উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ বাকের মজুমদার বিষয়টি নিশ্চয়তা করেছেন।
জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে দরপত্র আহ্বান করবেন এলজিইডি।
জাতীয় উদ্যান সাতছড়ির বুক চিড়ে বয়ে চলা ছড়ার উপরে নির্মিত নড়বড়ে ব্রিজ দিয়ে দীর্ঘদিন পথ চলেন এলাকাবাসী। কিন্তু দীর্ঘদিন আগে ওই ব্রিজটি পাহাড়ি ঢলে ৬/৭টি বাড়িঘরসহ তলিয়ে যায়। ফলে বিপাকে পড়েন এলাকাবাসী। চলাচলের একমাত্র ব্রিজ হারিয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপির দারস্থ হন তারা।