অবশেষে ফোর লেন হচ্ছে আম্বরখানা-টুকেরবাজার সড়ক

ভোগান্তি যেন পিছু ছাড়ছিল না সিলেট-সুনামগঞ্জ সড়কে চলাচলকারী যাত্রীদের। বড় বড় গর্ত আর খানাখন্দে বেহাল থাকত সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিদবাজার থেকে কুমারগাঁও বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকা।

এই সড়কে সংস্কারকাজ হতো প্রায় প্রতিবছরই। দীর্ঘদিন থেকে স্থায়ী সমাধানে না গিয়ে সড়কটি সংস্কারে দেয়া হতো ইট-সুরকির প্রলেপ। ফলে মাস-দুই মাস পেরোতেই আবার তা ভেঙে যেত। এভাবে প্রায় সারাবছরই চলাচলের অনুপযোগী হয়ে থাকে সিলেটের আম্বরখানা-কুমারগাঁও সড়ক। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় চালক ও যাত্রীদের।

জানা গেছে, রাস্তার তলদেশে মাটির গঠনগত সমস্যার কারণে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কটি। অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও ভারি যানবাহনের চাপেও ভাঙছে সড়ক।

তবে এবার সুনামগঞ্জ জেলা ও সিলেট সদর উপজেলার কয়েক লাখ মানুষের যাতায়াতের একমাত্র সড়কটির সমস্যা সমাধানে স্থায়ী পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। এই সড়কের আম্বরখানা থেকে টুকেরবাজার পর্যন্ত ৬ কিলোমিটার অংশ ফোর লেন করার কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (৭ অক্টোবর) তিনি সিলেট নগরীর আম্বরখানায় এ উন্নয়নকাজের উদ্বোধন করেন। এসময় তার সঙ্গে ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

সংস্কারকাজের উদ্বোধনের পর পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে এই সড়কের ৬ কিলোমিটার অংশ ফোর লেন করার কাজ হবে। এর মধ্যে বারবার ক্ষতিগ্রস্ত হওয়া দুই কিলোমিটার অংশে পিচ ঢালাইয়ের কাজ হবে।