অবশেষে জাতিসংঘের সাধারণ পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাব পাস

গাজায় যুদ্ধবিরতির ঐতিহাসিক প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

বার বার এমন একটি প্রস্তাব পাস করাতে ব্যর্থ হওয়ার পর মঙ্গলবার (১২ ডিসেম্বর) সাধারণ অধিবেশনে এই প্রস্তাব পাস হয়।

জাতিসংঘের মোট ১৯৩ সদস্যের মধ্যে এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৫৩ টি দেশ। তবে যথারীতি এই প্রস্তাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলসহ ১০টি দেশ ভোট দিয়েছে। আর ভোটদানে বিরত ছিল ২৩টি দেশ।

শুক্রবার একই রকম একটি প্রস্তাব পাস করাতে ব্যর্থ হয় নিরাপত্তা পরিষদ। এর ফলে এ পরিষদের নিন্দা জানায় অনেক দেশ ও মানবাধিকার বিষয়ক সংগঠন।

এদিকে যুদ্ধে সাধারণ, নিরীহ মানুষের ওপর বাদবিচারহীনভাবে বোমা হামলার বিষয়ে ইসরাইলকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এমন হামলার কারণে আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে ইসরাইল।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হলেও তা মেনে চলতে বাধ্য নয়।