অবশেষে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার

রকারের বেঁধে দেওয়া মূল্য প্রতি কেজি ৩৬ টাকা হলেও বাজারে এখন ৬০ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। এমন পরিস্থিতি বিবেচনায় আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে আলু সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য আগ্রহী আমদানিকারদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।

সিলেট ভয়েস/এএইচএম