বিশ্বকাপের শুরু থেকেই নেইমার ইনজুরিতে পড়েছেন। শনিবার (৩ ডিসেম্বর) ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডের সাথে অনুশীলন করতে দেখা গেছে তাকে।
সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপের প্রথম ম্যাচে পায়ের চোটে পড়েছিলেন নেইমার। ডান পা ফুলে যাওয়ায় ইনজুরির কারণে দলের গ্রুপ পর্বের খেলা থেকে ছিটকে গিয়েছিলেন এই তারকা ফুটবলার।
শনিবার লেফট-ব্যাক অ্যালেক্স টেলস এবং ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস টুর্নামেন্টের বাকি অংশ থেকে বাদ পড়েছেন। তবে সুখবর হচ্ছে, নেইমার শেষ পর্যন্ত স্কোয়াডের সাথে প্রশিক্ষণে ফিরে এসেছেন।
ব্রাজিল ফুটবল দলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শনিবার দলের অনুশীলন সেশনের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নকআউট পর্বের প্রথম ম্যাচেই দলের সাথে যোগ দেবেন নেইমার।
নেইমারের ইনজুরি সত্ত্বেও ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান দুর্দান্ত শুরু করেছিল। রিচার্লিসন সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ২-০ ব্যবধানে জয়ের পথে জোড়া গোল করেছিলেন। সুইজারল্যান্ডের বিপক্ষে ক্যাসেমিরোর শেষ মুহূর্তে গোল দলের শেষ ষোলোর স্থান নিশ্চিত করে। তবে, ক্যামেরুন বিশ্বের এক নম্বর দলকে ১-০ গোলে হারিয়ে তাদের শেষ ম্যাচে জয়লাভ করে।
সোমবার রাতে শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি স্টেডিয়াম ৯৭৬-এ বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে।