যদি কেউ অনুমতি ছাড়া পবিত্র হজ পালন করেন তবে তাকে দুই হাজার ৬৬৫ ডলার (দুই লাখ ৪৭ হাজার ৮৪৫ টাকা) জরিমানা করা হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব।
দেশটির প্রেস এজেন্সির বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে আল আরাবিয়া।
সৌদি আরবের জননিরাপত্তা বিভাগের মুখপাত্র সামি আল-সুয়ারেইখ বলেন, নিয়ম-কানুন মানার বিষয়টি নিশ্চিত করতে হজ মৌসুমে কাবা শরীফের কাছে এবং আশপাশের রাস্তায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে।
তিনি আরও বলেন, হজ নিয়ে প্রতারণা করার অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা অন্যের হয়ে হজ করে দেওয়ার বিজ্ঞাপন প্রচার করে আসছিলেন।
হজ ইসলামের পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ের অন্যতম একটি। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জীবনে একবার হলেও হজ পালন করা অত্যাবশ্যকীয়।
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত দুই বছর নির্দিষ্ট সংখ্যক মানুষকে হজ পালন করার সুযোগ দেওয়া হয়েছিল। এ বছর প্রায় ১০ লাখ মানুষকে হজ পালন করার সুযোগ দিচ্ছে সৌদি আরব সরকার।