বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রীড়াবিদ, ক্রীড়াসেবী ও ক্রীড়া সংগঠকদের করোনাকালীন বিশেষ আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলার ৮০ জন ক্রীড়াবিদ, ক্রীড়াসেবী ও ক্রীড়া সংগঠককে করোনাকালের বিশেষ এ আর্থিক অনুদান প্রদান করা হয়।
রোববার (৬ নভেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসনের আয়োজনে এ চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আনোয়ার সাদাতের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারির পরিচালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম ও জেলা ক্রীড়া কর্মকর্তা নূর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহবুর রহমান, কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হানিফ আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত প্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠু দাস জয়সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।