সিলেটে বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জঙ্গি ফয়সাল আহমদকে ভারতের বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। গত শুক্রবার ফয়সালকে বেঙ্গালুরুর বোম্মনাহাল্লি থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে কলকাতা পুলিশ। এরপর গত রবিবার তাকে কলকাতায় নেয়া হয়।
জানা গেছে, চলতি বছরের জুনে ভারতে ফয়সালের অবস্থানের তথ্য পান বাংলাদেশের গোয়েন্দারা। এরপর কলকাতা পুলিশকে তার মোবাইল নম্বর দেয়া হয়। জিজ্ঞাসাবাদে ফয়সাল জানান, তারই নেতৃত্বে আসামের বরাক উপত্যকায় আল কায়দার ঘাঁটি মজবুত হয়েছে। তিনি আল কায়দার ছায়া সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সঙ্গে যুক্ত।
বিভিন্ন মাদ্রাসায় পড়ানোর আড়ালে ‘জিহাদি মতাদর্শ’ ছড়িয়েছেন ফয়সাল। গত ৩০ মার্চ সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে অনন্ত বিজয় হত্যা মামলার রায়ে ফয়সালসহ চারজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কানাইঘাট উপজেলার আবুল হোসেন, খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ, সুনামগঞ্জের তাহিরপুরের বিরেন্দ্রনগরের (বাগলী) মামুনুর রশীদ ওরফে হারুন অর রশিদ ও কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশীদ আহমদ। তাদের মধ্যে আবুল হোসেন, ফয়সাল আহমদ ও মামুনুর রশীদ পলাতক ছিলেন।
এছাড়া সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় বসবাসকারী সাফিউর রহমান ওরফে ফারাবী সাফিউর রহমানকে খালাস দেয়া হয়। ২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নুরানি আবাসিক এলাকার নিজ বাসার সামনে খুন হন অনন্ত। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান ও বিবর্তন নিয়ে লেখালেখির পাশাপাশি ‘যুক্তি’ নামে বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকাও সম্পাদনা করতেন। এছাড়া বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। ছিলেন গণজাগরণ মঞ্চ, সিলেটের অন্যতম সংগঠক।