অধ্যাপক ইকরামুল ওয়াদুদকে সম্মাননা প্রদান, হবিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালন

“শিক্ষাঙ্গনের পরিবেশ ও আমাদের শিক্ষক” শিরোনামে হবিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ পালিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ জেলা সদরের বাডস কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গণে সম্মাননা প্রদান, দেয়ালিকা প্রদর্শনী, শিক্ষার্থীদের কবিতা- ছড়া পাঠ , উপস্থিত বক্তৃতা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে খোয়াই রিভার ওয়াটারকিপার, প্ল্যানেটিয়ার্স ক্লাব হবিগঞ্জ ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ।

বাডস কেজি এন্ড হাই স্কুল এর অধ্যক্ষ মো. নুর উদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ সংগঠক ও বৃন্দাবন সরকারি কলেজের অব. অধ্যক্ষ অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অব. উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুজ জাহের ও শিশু সংগঠক বাদল রায়। বক্তব্য রাখেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।

৯ম শ্রেণীর শিক্ষার্থী শেখ মুন্নি ও ঐশী রায় বর্ষার সঞ্চালনায় অনুষ্ঠেনে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক গোলশান আরা শিল্পী, শামসুন্নাহার চৌধুরী সীমা, সজীব চন্দ্র গোপ ও তুলনা দেব।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নৌরিন জাহান আনিক, সামিয়া বর্ষা, সৌমি ও উর্মি। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন শেখ মুন্নি ও স্বর্ণা। এসময় উপস্থিত ছিলেন পরিবেশকর্মী, সাহিত্যিক সিদ্দিকী হারুন ও নাট্যকর্মী ওসমান গণি রুমি।

শিক্ষা বিস্তার ও পরিবেশ রক্ষার আন্দোলনে অগ্রগণ্য ব্যক্তিত্বের ভূমিকা পালন করায় পরিবেশ সংগঠক বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদকে সম্মাননা প্রদান করা হয় আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে।

গত ২৮ সেপ্টেম্বর আমেরিকার মিলওয়াকি শহরে নদী ও পানি বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ওয়াটারকিপার অ্যালায়েন্সের পানি ও জলবায়ু বিষয়ক সম্মেলনে নদী ও জলাশয় রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ‘টেরি বেকার’ পুরস্কার লাভ করায় খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেলকে অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।