IELTS-এ দেশসেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল ‘হেক্সাস এডুকেশন’

বাংলাদেশ থেকে প্রতি বছরই উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী। বিদেশগামীদের মধ্যে সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের সংখ্যাই সবচেয়ে বেশি। তবে সেক্ষেত্রে একাডেমিক যোগ্যতার পাশাপাশি প্রয়োজন হয় ভাষাগত দক্ষতা। সেকারণে ইংরেজি ভাষার রাষ্ট্রের প্রতি বাংলাদেশিফের আগ্রহ বেশি থাকায় প্রয়োজনীয়তা বেড়েছে আইইএলটিএস এর। শ্রেণিভিত্তিক পাঠদান, নিয়মিত চর্চা আর পরীক্ষা আয়োজনের মাধ্যমে সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির সেই কাজটিই গত এক যুগ ধরে অত্যন্ত সফলতার করে আসছে হেক্সাস এডুকেশন।

ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের অন্যতম প্রধান উপায় হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের অধীনে হওয়া আইইএলটিএস পরীক্ষা। এই টেস্টে অংশগ্রহণ এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় সর্বাধিক সফলতা হেক্সাস এডুকেশনের। শুধু তাই নয়, প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলে ১৫টি শাখা নিয়ে চলা স্বনামধন্য প্রতিষ্ঠানটি পেয়েছে শ্রেষ্ঠত্বে স্বীকৃতি। সিলেট বিভাগের গন্ডি পেরিয়ে ব্রিটিশ কাউন্সিলের জরিপে বাংলাদেশের মধ্যে দেশসেরা প্রতিষ্ঠান হবার গৌরব অর্জন করেছে। এতে উচ্ছ্বসিত ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে আসা হেক্সাস এডুকেশনের আইইএলটিএস কোর্সের শিক্ষার্থীরা।

ইফতেখার আহমদ সায়েম, তানজিনা ইয়াসমিন, তানিকা নওরীনসহ একাধিক শিক্ষার্থী জানান, হেক্সাস দীর্ঘদিন ধরে আইইএলটিস কোর্সের ঈর্ষনীয় সফলতা অর্জন করছে। এই প্রতিষ্ঠানের পরিবেশ খুবই শিক্ষার্থীবান্ধব। শিক্ষক ও ম্যানেজমেন্ট খুবই অমায়িক আচরণের ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন। হেক্সাস এডুকেশন দেশ সেরা আইএইলটিএস প্র‍্যাক্টিসিং প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে এটা সত্যি অনেক আনন্দের খবর। আমরা হেক্সাসের সাথে থাকতে পেরে গর্বিত।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের আয়োজনে গত ১৯ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক কর্মশালায় ২০২৩-২৪ সেশনের জন্য হেক্সাস এডুকেশনকে দেশসেরা পারফর্মার হিসেবে ঘোষণা দিয়ে প্রতিষ্ঠানটির পরিচালকদের হাতে এওয়ার্ড তুলে দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক ম্যাক্সিম রাইমান।

দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠানের এমন অর্জনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক সাইবুল আলম রেজা৷ তিনি অভিভাবকদের আস্থা, শিক্ষার্থীদের প্রচেষ্টা এবং শিক্ষকদের একাগ্রতা ও মনোনিবেশকেই প্রতিষ্ঠানের এমন সফলতার নেপথ্যের কারণে হিসেবে উল্লেখ করেন। এছাড়া এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে হেক্সাস এডুকেশনের বিভিন্ন কোর্স চালুর পরিকল্পনা গ্রহণের ইঙ্গিত দেন সাইবুল আলম রেজা।

দীর্ঘদিন ধরে সিলেট বিভাগজুড়ে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে ব্রিটিশ কাউন্সিলের অধীনে অর্ধশতাধিক প্রতিষ্ঠান কাজ করছে। তবে এর মধ্যে শিক্ষার্থীদের শতভাগ আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে হেক্সাস এডুকেশন। সফলতার এমন ধারাবাহিক অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান প্রতিষ্ঠানের আরেক পরিচালক আব্দুল কাদির সুমন।

উল্লেখ্য, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য ব্রিটিশ কাউন্সিলের অধীনে আইইএলটিএস কোর্স এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য স্পোকেন ইংলিশ কোর্স চালু রয়েছে সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে যাত্রা শুরু করা হেক্সাস এডুকেশন। বর্তমানে সিলেট শহরসহ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায় রয়েছে এ প্রতিষ্ঠানের ১৫টি শাখা। ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণেও রয়েছে একাধিক কোর্সের ব্যবস্থা।