জকিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যুবকের মৃত্যু

সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শাকিল আহমদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত আটটার দিকে উপজেলার শরীফগঞ্জ এলাকার হাসিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কা‌ছে এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহত শাকিল আহমদ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দি মোকাম মহল্লার জয়নাল আহমদের ছেলে। সে বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক শাহাদাত হোসেনও আহত হয়েছেন। তিনিও একই গ্রামের মো. সোহাগ মিয়ার ছেলে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় পিল্লাকান্দি গ্রামে শাকিলের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। নিহতের স্বজন সাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে কাজ শেষে বন্ধু শাহাদাত হোসেনের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শাকিল। হাসিতলা এলাকায় পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায় মোটরসাইকেল। এসময় মোটরসাইকেল আরোহী শাকিল ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক  শাহাদাতও গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।