সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টায় নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার নব-নির্বাচিত কমিটির সদস্যদের সম্মাননা স্মারক ও পরিচয়পত্র তুলে দেন অতিথিরা। এতে কানাইঘাটের আব্দুল করিম রিপন ও জাবের আহমদ সম্মাননাপ্রাপ্ত হয়েছেন।
সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার সভাপতি দিলওয়ার আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নুর হোসেন, জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার মো. জামিলুর রহমান, মোহাম্মদ কামরুজ্জামান, সমাজসেবী ও ক্রীড়া সংগঠক মো. দিদার হোসেন রুবেল, ক্লাসিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ধারাভাষ্যকার আব্দুল করিম রিপন সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় জেলা কমিটির নেতৃবৃন্দ সহ কানাইঘাটের তরুণ কৃতি ফুটবলার দেলোয়ার এইচ বাবর এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।