সরকার ছাড়া ছোটখাটো কাজ নিজেরাও করা যায় : শিশির মনির

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, ‘সমাজের অনগ্রসর জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। তাদের ভালো রাখাও আমাদের কর্তব্য। ছোটখাটো কাজ করতে সরকার লাগে না বরং নিজেরাই কিছু কাজ করা যায়।’

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলায় চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা সঠিক লোককে সঠিকভাবে সম্মান দিতে জানি না বলেই সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মুক্তিযোদ্ধা তাঁর সঠিক সম্মান পাবেন, শিক্ষক তাঁর সঠিক মর্যাদা পাবেন এখানে হিংসা করার কিছু নাই।’

এসময় দিরাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. উজ্জ্বল খান, উপজেলা জামায়াতে ইসলামের আমীর আব্দুল কুদ্দুস, সেক্রেটারি মো. আল আমিন, শিক্ষক ফিরোজ খান, ডা. মিজানুর রহমান, ডা. দবিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক লালবাশি দাস, সহকারী শিক্ষক নরোত্তম রায়, পুর্নেন্দু চক্রবর্তী, সাংবাদিক ইমরান হোসাইন, উবাইদুল হক, মোশাহিদ আহমদ, সিলেট রিকাবিবাজার ইবনে সিনার পরিচালক রেজাউল ইসলাম, লন্ডন প্রবাসী মিজানুর রহমান, শিক্ষক কামাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।