লোভাছড়া কোয়ারী খুলে দেয়ার দাবীতে শ্রমিক সমাবেশ

শ্রমিকের কর্মসংস্থানের জন্য কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারী খুলে দেয়া এবং কোয়ারীতে সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধ প্রত্যাহারের দাবীতে লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কোয়ারী সংলগ্ন মুলাগুল নয়াবাজারে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, বিগত সরকার ভারত থেকে পাথর আমদানি করে অর্থনৈতিক সুবিধা দেয়ার স্বার্থে কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীসহ সিলেটের প্রতিটি পাথর কোয়ারী দীর্ঘদিন থেকে বন্ধ করে দেয়। সিলেটের এসব পাথর কোয়ারী বন্ধ থাকার কারণে অত্র অঞ্চলের শ্রমিকরা অর্থনৈতিক ভাবে মানবেতর জীবন যাপন করছেন। অনতিবিলম্বে লোভাছড়া পাথর কোয়ারী থেকে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করার সুযোগ করে দিতে বর্তমানের সরকারের প্রতি আহ্বান জানান।

সভায় বক্তারা লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় থানা পুলিশের নামে কতিপয় লোকজনের চাঁদাবাজির অভিযোগ তুলে তা বন্ধ করার দাবী জানান।

লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেইন এর সভাপতিত্বে ও সদস্য আহমদ হোসাইনের সঞ্চালনায় শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির আমীর মাওলানা লুৎফুর রহমান, মুলাগুল হারিছ চৌধুরী একাডেমীর সিনিয়র শিক্ষক মাওলানা আজিজুল ইসলাম, মুলাগুল পাথর ব্যবসায়ী সমিতির সহ সভাপতি হাজি কামাল উদ্দিন, লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সদস্য ফয়েজ উল্লাহ চৌধুরী, শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রোমান আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির আহবায়ক মাও. আব্দুস শুকুর সাদিক, ইউপি সদস্য ফখর উদ্দিন ছৌধুরী, ব্যবসায়ী শাহাব উদ্দিন চৌধুরী শাহার, নয়াবাজার মসজিদের মুতওয়াল্লী নুর উদ্দিন, সংগঠনের কোষাধ্যক্ষ শহীদুল্লাহ কাওছার চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি কাওছার আহমদ, ব্যবসায়ী খাইরুল ইসলাম, মীম সালমান প্রমুখ।

এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।