হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। যার মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্ধশতাধিক।
আজ শনিবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
স্থানীয়রা জানান, পরিচালনা কমিটি না থাকা টঙ্গিরঘাট গ্রামের জামে মসজিদের ১৪ লাখ টাকা নিয়ে মতবিরোধ দেখা দেয় গ্রামের মুরুব্বি মোঃ তাইবুল্লাহ ও আলহাজ্ব মিয়ার মধ্যে। আলহাজ্ব মিয়া মসজিদের টাকা অন্য কাজে ব্যবহার করতে চাইলে তাতে বাধা দেন তাইবুল্লাহ। এ নিয়ে শুক্রবার রাতে দুইপক্ষের কথা কাটাকাটির জের ধরে শনিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় গ্রামবাসী।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, মসজিদের টাকা নিয়ে দুটি পক্ষ সংঘর্ষে জড়ালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।