সিকৃবিতে চা শিল্পকে বাঁচাতে চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনার

দেশের চা শিল্পকে বাঁচাতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ’র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা বলেন- বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অপার সম্ভাবনাময় একটি খাত হচ্ছে চা শিল্প। চা চাষের এলাকা বৃদ্ধি না পাওয়া, সিন্ডিকেটসহ নানা কারণে এ শিল্প ক্রমশ পিছিয়ে পড়ছে। বিশেষ করে উৎপাদন খরচ বেশি ও বাজার মূল্য কম থাকায় ব্যাহত হচ্ছে চায়ের উৎপাদন। তাই রুগ্ন এ শিল্পকে বাঁচাতে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ শাখার সভাপতি পারভীন এফ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসমান গণি মনসুরের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, ‘সিলেট অঞ্চলের ভূ-বৈচিত্র চা উৎপাদনে সহায়ক। তাই সিলেট অঞ্চলে চা বাগানের জন্য খরা, পোকামাকড় ও রোগবালাই সহনশীল চা ক্লোন উদ্ভাবনের মাধ্যমে চায়ের উৎপাদনশীলতা আরও বৃদ্ধি করতে হবে। যাতে দেশীয় চাহিদা মিটানোর পাশাপাশি চা শিল্পকে রপ্তানিমুখী করা যায়।’

তিনি বলেন, ‘চা শিল্পকে এগিয়ে নিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং চা বোর্ড সম্মিলিত উদ্যোগ নিলে এর সুফল পাওয়া যাবে। চায়ের গুণগত মান অটুট রেখে এ খাতে রপ্তানী বৃদ্ধি করে চায়ের অতীত গৌরব উজ্জ্বল ঐতিহ্য ফিরিয়ে আনাও সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসাইন বলেন, ‘শ্রমিক সংকট, ব্যবস্থাপনায় ঘাটতি, কালো বাজারে চা বিক্রির কারণে এ খাত রুগ্ন অবস্থায় পতিত হয়েছে। এ থেকে উত্তরণে চা বোর্ড কাজ শুরু করেছে।’ মালিক শ্রমিকসহ চা শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে নিয়ে কাজ করলে এ খাত লাভজনক অবস্থায় ফিরে আসবে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ চা বোর্ডের পরিচালক ড. এ কে এম রফিকুল হক এবং চা বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. এ এফ এম সাইফুল ইসলাম।

সেমিনারে আলোচনায় অংশ গ্রহন করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, ম্যাক্সন ব্রাদার্সের পরিচালক মো. আজহারুজ্জামান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমদ, সিজেএ’র সিনিয়র সদস্য শফিকুল বশর চপল, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সিজেএ’র সাবেক সভাপতি ফরিদ হোসেন, চা বাগান মালিকদের পক্ষে মুফতি মোহাম্মদ হাসান প্রমুখ।

এসময় সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিজেএ সদস্যদের মধ্যে সুভাস চন্দ্র বাদল, জুলহাস আলম, মইনুল আলম, সুচিত্রা বড়–য়া, হুমায়ূন রশিদ চৌধুরী, মোহাম্মদ সিরাজুল ইসলাম, ফারুক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন ।