লাখাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
র্যালী পরবর্তী এক আলোচনা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা নাহিদ সুলতানার সভাপতিত্বে ও আনসার ভিডিপি কর্মকর্তা মো. আবদুল মোতালেবের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, সমাজ সেবা কর্মকর্তা শিবলী জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলাম , পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক নিয়ামত ভুইঁয়া, লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এমএ ওয়াহেদ, সহ সভাপতি আশীষ দাশ গুপ্ত প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ। সভায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসের উপর বিভিন্ন তাৎপর্য তুলে ধরেন বক্তারা। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সাংবাদিক এমএ ওয়াহেদ এবং গীতা পাঠ করেন আশীষ দাশ গুপ্ত।