গোয়াইঘাটে মুক্তিযোদ্ধা ফয়জুর স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি

মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. ফয়জুর রহমান স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সিলেটের গোয়াইঘাট শহীদ মিনারে বিজয় দিবসে ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. খাইরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, হেলাল উদ্দিন, আনিসুর রহমান রিফাত, কামরুল ইসলাম, আমিরুল ইসলাম, আব্দুল হাকিম, রাসেল, বকুল, শাকিল, আল-আমিন, স্বপন, সজিব, রুবেল, তোফায়েল, সাদিদ প্রমুখ ।