মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা মহিলা দল।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মহিলা দলের নেতৃবৃন্দ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।
এ সময় সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না, জেলা মহিলা দলের সহ সভাপতি ফেরদৌসী ইকবাল, জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুন্নাহার ইয়াসমিন, মহিলা দল নেত্রী হালিমা বেগম বিলকিস, আখতারুন বেগম সহ দলটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।