শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট জেলা জামায়াতের আলোচনা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান।

এ সময় সভাপতির বক্তব্যে তিনি বলেন বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে বছরের পর বছর ধরে জাতিকে অন্ধকারে রাখা হয়েছে। এই হত্যাকাণ্ড নিয়ে যে ধূম্রজাল তৈরি করা হয়েছে তার অবসান হওয়া উচিত। জাতির জানা দরকার প্রকৃতপক্ষে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল এবং তাদের স্বার্থইবা কি ছিলো।

জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াত সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ম. জয়নাল আবেদীন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, জেলা পেশাজীবি পরিষদ সভাপতি মাস্টার নুরুল ইসলাম, দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক কবির আহমদ, জেলা কর্মপরিষদ সদস্য হাকিম নাজিম উদ্দিন, মাস্টার আব্দুল কুদ্দুস, এ্যাডভোকেট সোলেমান আলী, মাওলানা কমর উদ্দিন, মাওলানা আব্দুল কুদ্দুস, ডা. জাকারিয়া, সেলিম উদ্দিন, আমির উদ্দিন প্রমূখ।