সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ুন: সিলেট ভয়েস-এ যোগ দিন

একজন সংবাদকর্মী হিসেবে ক্যারিয়ার গড়ে তোলার প্রথম ধাপ একটি বস্তুনিষ্ট সংবাদমাধ্যমে যোগ দেয়া, প্রতিনিয়ত চ্যালেঞ্জের সাথে কাজ করে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলা।

সিলেট বিভাগে বসবাসরত তেমনি স্বপ্নদ্রষ্টা, কর্মোদ্যমী ও পরিশ্রমী তরুণ-তরুণীদের জন্য সিলেট বিভাগের অন্যতম নিরপেক্ষ ও বস্তুনিষ্ট সংবাদমাধ্যম সিলেট ভয়েস এ যোগদানের সুবর্ণ সুযোগ এসেছে।

আগামী জানুয়ারি থেকে নতুন উদ্যমে নবযাত্রার প্রাক্কালে চারটি পদে বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। এসকল পদ হলো মাল্টিমিডিয়া রিপোর্টার, শিক্ষানবিশ সাব-এডিটর, শিক্ষানবিশ রিপোর্টার এবং জেলা ও উপজেলা প্রতিনিধি।

নিচে পদ অনুযায়ী যোগ্যতা এবং আবেদনের পদ্ধতি উল্লেখ করা হলো। সকল পদেই সম্মানী আলোচনা সাপেক্ষ। নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত।

পদের নাম: শিক্ষানবিশ মাল্টিমিডিয়া রিপোর্টার
যোগ্যতা: মাঠ পর্যায়ে সাংবাদিকতার আগ্রহ থাকতে হবে এবং পরিশ্রমের মানসিকতা থাকতে হবে। প্রমিত বাংলা ভাষায় সাবলীলভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে। আধুনিক মাল্টিমিডিয়া সাংবাদিকতার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে। পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ভিডিও এডিটিংয়ে প্রাথমিক জ্ঞান থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর, অধ্যয়নরত কিংবা উত্তীর্ণ হতে হবে, তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

পদের নাম: শিক্ষানবিশ সাব-এডিটর
যোগ্যতা: প্রমিত বাংলা ভাষায় গুছিয়ে লেখার দক্ষতা থাকতে হবে। সংবাদ ও সংবাদমাধ্যম সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে। আধুনিক প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে। সাব-এডিটিংয়ের কাজে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ বা অধ্যয়নরত কিংবা স্নাতক উত্তীর্ণ হতে হবে, তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

পদের নাম: শিক্ষানবিশ রিপোর্টার
যোগ্যতা: মাঠ পর্যায়ে সাংবাদিকতার আগ্রহ থাকতে হবে এবং পরিশ্রমের মানসিকতা থাকতে হবে। প্রমিত বাংলা ভাষায় গুছিয়ে লেখার দক্ষতা থাকতে হবে। আত্মবিশ্বাসী হতে হবে এবং চাপ সামলে নিয়ে কাজে আগ্রহী হতে হবে। সংবাদ ও সংবাদমাধ্যম সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে। আধুনিক প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে। সাংবাদিকতায় পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর, অধ্যয়নরত কিংবা উত্তীর্ণ হতে হবে, তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

পদের নাম: জেলা ও উপজেলা প্রতিনিধি
(মৌলভীবাজার জেলা এবং সিলেট বিভাগের কয়েকটি উপজেলা ব্যতিত সকল উপজেলা।)
যোগ্যতা: জেলা কিংবা উপজেলা পর্যায়ে মাঠে সাংবাদিকতার আগ্রহ থাকতে হবে এবং পরিশ্রমের মানসিকতা থাকতে হবে। আত্মবিশ্বাসী হতে হবে এবং চাপ সামলে নিয়ে কাজে আগ্রহী হতে হবে। প্রমিত বাংলা ভাষায় গুছিয়ে লেখার দক্ষতা থাকতে হবে এবং সংবাদ ও সংবাদমাধ্যম সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে। আধুনিক প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে। সাংবাদিকতায় পূর্ব অভিজ্ঞতা ও প্রমিত বাংলা ভাষায় গুছিয়ে কথা বলার যোগ্যতা  থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে, তবে অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কোন উপজেলায় আগে থেকে কেউ কর্মরত থাকলেও নতুন আগ্রহ প্রার্থীর যোগ্যতা, অভিজ্ঞতা ও আগ্রহ বিবেচনায় নেয়া যেতে পারে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থী হিসেবে আপনার পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (দুইজন ব্যক্তির রেফারেন্সসহ) পিডিএফ আকারে, আলাদা করে পাসপোর্ট সাইজের ছবির ডিজিটাল কপি, পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা সম্পর্কিত তথ্য (যদি থাকে তবে পৃথক সংযুক্তি হিসেবে) ইমেইল করুন career@sylhetvoice.com এই ঠিকানায়।

ইমেইলের বিষয় (সাবজেক্ট) হিসেবে শুধুমাত্র পদের নাম উল্লেখ করবেন যেমন: শিক্ষানবিশ সাব-এডিটর, উপজেলা প্রতিনিধি ইত্যাদি। সকল আবেদন আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে পাঠাতে হবে। কর্তৃপক্ষ চাইলে পরবর্তীতে সময় বাড়াতে পারেন।