সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের দুইদিন পর পরিত্যক্ত ঘর থেকে ইব্রাহিম খলিলুল্লাহ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের মাইন উদ্দিনের নির্মানাধীন পরিত্যক্ত ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু ইব্রাহীম খলিলুল্লাহ কুশিউড়া গ্রামের ইদ্রিস আলী পুত্র।
জানা যায়, গত শনিবার বিকালে শিশু ইব্রাহিম খেলার কথা বলে ঘর থেকে বের হয়ে যায়। তারপর সন্ধ্যা পেরিয়ে রাত হলে তার কোনোও খোঁজ মেলেনি। পরে পরিবারের পক্ষ থেকে রোববার দোয়ারাবাজার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে গ্রামের শিশুরা বাড়ির উঠানে খেলাধুলার এক পর্যায়ে তাদের বল পরিত্যক্ত ঘরে ভেতরে চলে গেলে তারা বল আনতে গিয়ে নিখোঁজ ইব্রাহিমের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা দোয়ারাবাজার থানাকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল হক জানান, গত শনিবার ইব্রাহিম নামের এক শিশু নিখোঁজ হয়। আজ সকালে শিশুটির বাড়ীর পাশের পরিত্যক্ত একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনা পুলিশ তদন্ত করছে। এর সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।