হবিগঞ্জের বাহুবলে হামলা চালিয়ে দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগে দুলাল মিয়া নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাত সাড়ে ৮ টায় উপজেলার মিরপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুলাল মিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুলাল মিয়াকে মিরপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে।
গত ২১ নভেম্বর আব্দুল আউয়াল বাদী হয়ে বাহুবল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।