সুনামগঞ্জে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট-সুনামগঞ্জ সীমান্ত থেকে দেড় কোটি টাকার চোরাচালানীর মালামাল জব্দ করেছে বিজিবি। ২৬ নভেম্বর ও ২৫ নভেম্বর সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে চিনি শীতবস্ত্রসহ বিভিন্ন ধরনের সামগ্রী জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় দেড় কোটি টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সিলেট ও সুনামগঞ্জ জেলার ছাতক দোয়ারা এলাকার সোনালীচেলা, তামাবিল, সংগ্রাম, শ্রীপুর, সোনারহাট, প্রতাপপুর, মিনাটিলা, কালাসাদেক, পাথরকোয়ারী ও বাংলাবাজার সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল দল আলাদা অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানকালে ভারত থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ চিনি, সানগ্লাস, শীতের কম্বল ও মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও সুপারিসহ চোরাচালানী মালামাল বহনকারী ট্রাক, ইজিবাইক ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে বিজিবির টহল দল। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় সিজারমূল্য-১,৪৮,১৩,১০০.০০ (এক কোটি আটচল্লিশ লক্ষ তেরো হাজার একশত) টাকা।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত চোরাচালানী পণ্য সমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’