দিরাইয়ে লোকনাথ ফাউন্ডেশনের মেধা যাচাই পরীক্ষা

সুনামগঞ্জের দিরাইয়ে লোকনাথ সরলা কুমুদ রেবা ফাউন্ডেশনের উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকালে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে এ পরীক্ষা সম্পন্ন হয়।

এর আগে, সংক্ষিপ্ত আলোচনায় ফাউন্ডেশনের চেয়ারম্যান নারায়ণ দাস বলেন, ‘এবার চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মেধা যাচাই পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রায় সাড়ে পাঁচশ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহন করেছে।’
এসময় বাবা-মা ও দাদা-দাদীর স্মৃতি স্মরণে আজীবন এ মেধা যাচাই পরীক্ষা নেওয়ার আশা ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

পরীক্ষা হল পরিদর্শন করেনকনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি জামিল চৌধুরী, অরবিন্দ শিশু হাসাপাতাল দিনাজপুরের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক শামীম কবির, কোষাধ্যক্ষ জহির শাহ, কার্যকরী সদস্য বিধান চক্রবর্তী,উমা ভট্টাচার্য, দিরাই প্রসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, দৌলতপুর আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রানু রঞ্জন পুরকায়স্থ, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমি,তাড়ল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আজিজ চৌধুরী, ডিএসএস প্রি ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, একাডেমির সহকারী প্রধান শিক্ষক অনুপম দাস প্রমুখ।

এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক মনোজ কান্তি পুরকায়স্থ ও যুগ্ম-সচিব রনধীর চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন ৷