সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকা থেকে ৬৯ বস্তা চোরাই ভারতীয় চিনি ও চিনি পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১০ টা ৪৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
একই সময় চোরাচালানের সাথে যুক্ত থাকার অপরাধে আম্বরখানা এলাকার ভাই ভাই খাদ্য ভাণ্ডারের এক কর্মচারী সজল আহমদ রিফাত (২১)-কে গ্রেপ্তার করে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার দুইজন সহকারি পরিদর্শক ও তাদের দল সুবিদবাজার ও আম্বরখানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। পুলিশ এয়ারপোর্ট রোডে অবস্থিত ভাই ভাই খাদ্য ভাণ্ডারের কর্মচারি রিফাতকে আটক করলে পরে তার দেয়া তথ্যমতে বনকলাপাড়া এলাকা থেকে ৮৯ বস্তা চিনি ও চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ করা হয়। ৮৯ বস্তা ভারতীয় চিনি যার মোট ওজন ২৯৬০ কেজি এবং আনুমানিক মূল্য ৩ লাখ ৫৫ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত ও পলাতক অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে সিলেট এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।