পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে গ্রেপ্তার হয়েছেন সিলেটে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সাংবাদিক তুরাব হত্যা মামলার অন্যতম আসামী পুলিশ সদস্য উজ্জ্বল সিনহা। রোববার (১৭ নভেম্বর) রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর সোমবার (১৮ নভেম্বর) দুপুরে তাকে সিলেটের আদালতে তোলা হয়েছে।
পরে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মোহাম্মদ মুরছালিন ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মোমেন রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
আসামী উজ্জ্বল সিনহা জুলাই অভ্যুত্থানের সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন। গ্রেপ্তারের সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।
ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে সাংবাদিক তুরাব হত্যার ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কোতোয়ালি মডেল থানা ও আদালতে দু’টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। গত ৮ অক্টোবর কোতোয়ালি থানায় দায়ের করা মামলাটি আদালতের নির্দেশে পিবিআইতে হস্তান্তর করা হয়। এরপরই ঘটনার তদন্তে নামে পিবিআই। তদন্তের অংশ হিসেবে রোববার রাতে ঢাকা থেকে মামলার অন্যতম আসামী উজ্জ্বল সিনহাকে গ্রেপ্তার করে পিবিআই। পরে সোমবার দুপুরে তাকে আদালতে তোলা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা (পিবিআই পরিদর্শক) মোহাম্মদ মুরছালিন বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পরপরই কাজ শুরু করেছি। এরই ধারাবাহিকতায় তুরাব হত্যা মামলার অন্যতম আসামি কনস্টেবল উজ্জ্বল সিনহাকে রোববার রাতে ডিএমপি থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে তোলে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককেই খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে পিবিআই জোর প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।