সিলেটে মাস্ক পড়ে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল

সিলেটে মুখে মাস্ক পড়ে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল করেছে কিছু যুবক। সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর দরগা গেইট এলাকা থেকে এই মিছিল বের করা হয়। পরে চৌহাট্টা এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয।

এসময় মিছিল থেকে শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা। তবে মুখে মাস্ক থাকায় মিছিলকারীদের পরিচয় সনাক্ত করা যায়নি।

জানা গেছে, সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে নগরীর দরগা গেইট এলাকা থেকে মিছিলটি বের হয়ে চৌহাট্টা এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে ১০ থেকে ১২জন যুবক ছিলেন। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ছিল। এসময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’,  ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ইত্যাদি স্লোগান দেন যুবকরা।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়েছি কে বা কারা মুখে মাস্ক পড়ে একটা মিছিল করেছে। তারা কেন মিছিল করেছে, কী কারণে করেছে তা খোঁজার চেষ্টা করা হচ্ছে।