২৭ ঘন্টা পর সুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।
এর আগে শুক্রবার দুপুর আড়াইটার দিকে এই আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ বেইলি সেতু দিয়ে সিমেন্টবোঝাই ট্রাক যাওয়ার সময় পাটাতন ভেঙে যাওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে, পাটাতন ভেঙে যাওয়ায় শুক্রবার বিকেল থেকে ব্রীজটি সংস্কারে নামে সড়ক ও জনপথ বিভাগ। প্রথমে সিমেন্টভর্তি ট্রাক উদ্ধার করা হয়। পরে ব্রীজের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়।
সুনামগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, মেরামত কাজ শেষে সেতু দিয়ে যানচলাচল শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ এ সেতুর পাশে নতুন সেতু নির্মাণ প্রকল্প অনুমোদনের পর ডিজাইনের কাজ চলছে। দ্রুতই দরপত্র প্রক্রিয়া শেষে নতুন সেতু নির্মাণে কাজ শুরু হবে।